Home আন্তর্জাতিক ন্যাটো নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ বাইডেনের

ন্যাটো নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ বাইডেনের

অনলাইন ডেস্ক : ন্যাটো নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য ভয়ংকর ও পাগলের প্রলাপ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল রবিবার সাউথ ক্যারোলিনায় এক নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন, ন্যাটোর যে সব দেশ তাদের আর্থিক দায়বদ্ধতা পালন করছে না, তাদের আক্রমণ করার জন্য রাশিয়াকে উৎসাহিত করবেন তিনি। তিনি বলেন, ‘একটা বড় দেশের প্রেসিডেন্ট বলেছেন, আমরা যদি অর্থ না দিই এবং রাশিয়া যদি আক্রমণ করে, তাহলে আপনারা কি আমাদের বাঁচাবেন?’ ট্রাম্পের জবাব হলো, ‘না, আমরা আপনাদের বাঁচাব না। বরং আমরা রাশিয়াকে আরো উৎসাহিত করব, যাতে তারা যা চায়, করতে পারে। আপনাদের অর্থ দিতেই হবে। নিজেদের বিল নিজেদেরই দিতে হবে।’

ট্রাম্পের এমন বক্তব্যের পর নিন্দার ঝড় ওঠে। বাইডেন বলেছেন, ‘ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, তিনি আরো যুদ্ধ ও সহিংসতার জন্য, ইউক্রেনের উপর আগ্রাসন বাড়ানোর জন্য, পোল্যান্ড ও বাল্টিক দেশগুলিকে আক্রমণ করার জন্য রাশিয়াকে ছাড়পত্র দিচ্ছেন। এটা ভয়ংকর এবং পাগলের প্রলাপ।’

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্ল মিশেলবলেছেন, ‘ন্যাটো নিয়ে এরকম হঠকারী মন্তব্যে প্রেসিডেন্ট পুটিনের স্বার্থ রক্ষিত হবে।’

ন্যাটোর ধারায় বলা হয়েছে, চুক্তিতে থাকা কোনো দেশ আক্রান্ত হলে, সব সদস্য দেশ মনে করবে, এটা তাদের উপরেও আক্রমণ এবং তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

ন্যাটোর প্রধান স্টলটেনবার্গ বলেছেন, ‘এই ধরনের মন্তব্যের ফলে অ্যামেরিকা-সহ ন্যাটোর দেশগুলির সুরক্ষা ক্ষুন্ন হচ্ছে।’

Exit mobile version