অনলাইন ডেস্ক : পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) দেয়া এক বিবৃতিতে ব্লিঙ্কেন তাকে বন্ধু বলে অভিহিত করে বলেন, ভিক্টোরিয়া নুল্যান্ড পররাষ্ট্র দপ্তরের বেশিরভাগ পদেই কাজ করেছেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ৩৫ বছরের ক্যারিয়ারে কনস্যুলার অফিসার থেকে শুরু করে, রাষ্ট্রদূত এবং সর্বশেষ ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন তিনি। নুল্যান্ড ২০২৩ সালের জুলাই মাসে ওয়েন্ডি শেরম্যানের অবসরের পর থেকে ব্লিঙ্কেনের ভারপ্রাপ্ত ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, ভিক্টোরিয়া যাতে বিশ্বাস করেন, তার জন্য তিনি প্রচণ্ড আবেগ নিয়ে লড়াই করেন। আর এ কারণেই তিনি এত ব্যতিক্রমী ছিলেন। তিনি স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে লড়াই করেছেন। ইউক্রেন ইস্যুতে তার নেতৃত্ব আগামী বছরগুলোতে শিক্ষার্থীদের পাঠ্য হবে।

২০২২ সালে তিনি বাংলাদেশ এসেছিলেন।