অনলাইন ডেস্ক : পাকিস্তানে সরকারি যেকোনো অনুষ্ঠানে লালগালিচার ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে শনিবার (৩০ মার্ছ) এ কথা জানানো হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে ভবিষ্যতে যেসব সরকারি অনুষ্ঠান আয়োজন করা হবে তাতে লালগালিচা ব্যবহার করা যাবে না।

তবে পাকিস্তানে বিদেশি অতিথি ও কূটনীতিকদের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রটোকল অনুসারে লালগালিচা ব্যবহার করা যাবে।

হঠাৎ কেন সরকারি অনুষ্ঠানে লালগালিচার ব্যবহার না করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানান, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি।

উল্লেখ্য দেশটিতে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনের প্রায় দুই সপ্তাহ পরে সরকার গঠনের বিষয়ে মতৈক্যে পৌঁছে দেশটির দুই রাজনৈতিক দল মুসলিম লীগ-নওয়াজ ও পিপলস্ পার্টি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পদ দুটির মনোনয়ন তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়।