অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে চীন। টিকা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োলজিকসকে তাদের করোনার ভ্যাকসিন ‘অ্যাড৫-এনকোভের’ জন্য পেটেন্ট অনুমোদন দিয়েছে দেশটি।

রোববার দেশটির সংবাদমাধ্যম ডেইলি পিপলস জানিয়েছে, এই প্রথম চীনের পক্ষ থেকে করোনার ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দেওয়া হলো।

চীনের ন্যাশনাল ইনটেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন গত ১১ আগস্ট ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে বলে ডেইলি পিপলসের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

এদিকে সৌদি আরব জানিয়েছে, তারা ক্যানসিনো ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করার পরিকল্পনা করেছে। তবে ক্যানসিনো জানিয়েছে, তারা টিকার তৃতীয় ধাপের পরীক্ষার জন্য রাশিয়া, ব্রাজিল ও চিলির মতো দেশগুলোর সঙ্গে আলোচনা করছে।

ক্যানসিনো রোববার জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম।

এর আগে, করোনার প্রথম ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দেয় রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এরইমধ্যে করোনার ভ্যাকসিন তৈরি শুরু করে দিয়েছে।