Home আন্তর্জাতিক ফলাফলকে স্বাগত জানিয়ে গণতন্ত্রের জন্য শুভদিন বললেন জো বাইডেন

ফলাফলকে স্বাগত জানিয়ে গণতন্ত্রের জন্য শুভদিন বললেন জো বাইডেন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই চললেও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয়ার পথে রিপাবলিকান পার্টি। ফলাফলকে স্বাগত জানিয়ে একে গণতন্ত্রের জন্য শুভদিন বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে ন্যূনতম দুইশ’ ১৮ আসনের মধ্যে দুইশ’ ১০টিতে এগিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। বাইডেনের ডেমোক্রেটিক পার্টি এগিয়ে একশ’ ৯২ আসনে।

সিনেটের একশ’ আসনে দুই দলের দখলে ৪৮টি করে আসন নিশ্চিত হওয়ায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। জর্জিয়ায় সিনেট নির্বাচনে কোন প্রার্থীরই ৫০ শতাংশ ভোট নিশ্চিত হয়নি। তাই আগামী ছয় ডিসেম্বরের নির্বাচনে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী লড়বেন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হাতছাড়া হলে আগামী দুই বছর আইন পাশ করাসহ সিদ্ধান্ত নিতে চরম ভোগান্তিতে পড়বে বাইডেন প্রশাসন। সেইসাথে, গত দুই বছরে জলবায়ু রক্ষা, করোনা বিধি, চীনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের অস্তিত্ব টেকাতেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

এদিকে, ফলাফলকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বাইডেনের দাবি, সরকারের ভালো পদক্ষেপগুলো জনগণ বুঝতে ভুল করেছে। তিনি বলেন, ডেমোক্রেট প্রার্থীদের হেরে যাওয়ায় বুঝা গেছে জনগণ মূল্যস্ফীতি, সহিংসতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিরক্ত।

Exit mobile version