অনলাইন ডেস্ক : ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) থেকে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের তথ্য চুরি করতে সাইবার হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বায়োএনটেক জানায়, ভ্যাকসিন অনুমোদনের জন্য তারা ইএমএ’তে তথ্য জমা দিয়েছিল। সেসময় এ সাইবার হামলা হয়। করোনা সম্পর্কিত নথিগুলি ‘অ্যাক্সেস’ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুইটি ভ্যাকসিন অনুমোদনের বিষয়ে কাজ করছে ইএমএ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এ সময়ের মধ্যে সাইবার হামলার শিকার হতে হবে এমনটা ধারণা ছিল না বায়োএনটেকের। সাইবার হামলার বিষয়টি এক বিবৃতিতে নিজস্ব ওয়েবসাইটে স্বীকার করেছে ইএমএ। এ বিষয়ে সেখানে বিস্তারিত কিছু বলা হয়নি।

বায়োএনটেক বলেছিল যে সাইবার-আক্রমণটি প্রত্যাশা করা হয়নি। ইএমএ তার ওয়েবসাইটে সংক্ষিপ্ত বিবৃতিতে সাইবার-আক্রমণের প্রকৃতি সম্পর্কে কোনো বিবরণ দেয়নি, পুরো তদন্ত শুরু হয়েছে। সংস্থার একজন মুখপাত্র বলেছেন যে এটি এখনো ‘কার্যকরী’।
ইএমএ আশ্বাস দিয়েছে যে সাইবার-আক্রমণটি টিকার উপর কোনো প্রভাব ফেলবে না।