Home কানাডা খবর ফেব্রুয়ারিতে কানাডায় ২২ হাজার নতুন কর্মসংস্থান

ফেব্রুয়ারিতে কানাডায় ২২ হাজার নতুন কর্মসংস্থান

অনলাইন ডেস্ক : চলতি বছরের শুরুর মাসেই (জানুয়ারি) চাকরির বাজারে অপ্রত্যাশিত সাফল্য অর্থনীতিবিদদের অবাক করেছিলো। কারণ তারা এ বছর কানাডার শ্রম বাজার নিয়ে শঙ্কার পূর্ভাবাস দিয়েছিলেন। তবে তাদের সে ধারণা ভুল প্রমানিত করে দ্বিতীয় মাসেও অর্থাৎ ফেব্রুয়ারিতেও কানাডায় কর্মসংস্থান বেড়েছে। গত ১০ মার্চ, শুক্রবার পরিসংখ্যান কানাডা তার শ্রমশক্তি জরিপে বলেছে, বেসরকারি খাতে বৃদ্ধিসহ কানাডার অর্থনীতিতে ফেব্রæয়ারি মাসে ২২ হাজার নতুন কর্মসংস্থান যোগ হয়েছে।

ফেডারেল এজেন্সি জানিয়েছে, দেশের বেকারত্বের হার রেকর্ড নিম্নে এসে পাঁচ শতাংশের কাছাকাছি স্থিতিশীল। কর্মসংস্থানের সিংহভাগই যোগ হয়েছে স্বাস্থ্যসেবা এবং সামাজিক সহায়তা, জনপ্রশাসন এবং ইউটিলিটি সেক্টরে। অন্য দিকে ব্যবসা, নির্মাণ এবং অন্যান্য সহায়তা পরিষেবাগুলোতে কর্মসংস্থান কমেছে।

জানুয়ারিতে কানাডার অর্থনীতিতে দেড় লাখ কর্মসংস্থান যুক্ত হয়েছিলো, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসকে উল্লেখযোগ্যভাবে পাল্টে দিয়েছে। যদিও শ্রম বাজারের অবস্থা বেশ ভালো অবস্থানে রয়েছে- বেকারত্ব সর্বকালের সর্বনি¤œ ৪.৯ শতাংশের সামান্য কিছু বেশি — পরিসংখ্যান কানাডার সর্বশেষ প্রতিবেদনে আরও মাঝারি কর্মসংস্থান তৈরী হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এ দিকে আগামী মাসে বেকারত্ব বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ উচ্চ সুদের হার জীবন ধারণের ব্যয়কে আরও কঠিন করে তোলে, অর্থনীতিকে আরও ধীর করে দেয়। চতুর্থ ত্রৈমাসিকে এসে সেই মন্দার লক্ষণ ইতিমধ্যেই স্পষ্ট, কানাডার অর্থনীতি উল্লেখযোগ্য মাত্রায় এগুচ্ছে না, শূন্য শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

অনেক কানাডিয়ানদের জন্য ক্রয়ক্ষমতার বিষয়টি মাথায় রেখে সর্বশেষ চাকরির প্রতিবেদন দেখায় যে, মজুরি বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির মধ্যে ব্যবধান কমে আসছে। এক বছর আগের তুলনায় ফেব্রুয়ারিতে গড় ঘণ্টায় মজুরি বেড়েছে ৫.৪ শতাংশ, যেখানে বার্ষিক মুদ্রাস্ফীতির হার জানুয়ারিতে ছিল ৫.৯ শতাংশ।

ব্যাংক অফ কানাডা, যা দেশের উচ্চ মুদ্রাস্ফীতির হার কমিয়ে আনতে কাজ করছে, তারা উদ্বেগ প্রকাশ করেছে যে চার থেকে পাঁচ শতাংশ টেকসই মজুরি বৃদ্ধি তার দুই শতাংশ মুদ্রাস্ফীতির লক্ষ্য পূরণের প্রচেষ্টাকে কঠিন করে তুলবে।

তবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে যে তারা আশা করে, আগামী মাসগুলোতে শ্রম বাজার সহজ হবে, কারণ উচ্চ সুদের হার সাধারণ মানুষ এবং ব্যবসায়িক ব্যয় কমিয়ে দেয়। সর্বশেষ সুদের হার ঘোষণায় ব্যাংক অফ কানাডা তার মূল সুদের হার ৪.৫ শতাংশে স্থির রেখেছে, তারপরও এটি ২০০৭ সালের পর থেকে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা অনুমান করছেন যে সুদের হার বৃদ্ধির প্রভাব মানিয়ে নিয়ে আরও দুই বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। সূত্র : সিবিসি নিউজ

Exit mobile version