অনলাইন ডেস্ক : ফ্রান্সে স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১২ বাংলাদেশির মধ্যে চারজন বিজয়ী হয়েছেন। রবিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে তাদের মনোনয়নকারী প্যানেলগুলো নির্বাচিত হয়।

এই নির্বাচনে ভিন্ন ভিন্ন প্যানেল থেকে নির্বাচিত হওয়া বাংলাদেশিরা হলেন শারমিন হক আব্দুল্লাহ, সরুফ ছদিওল, মোঃ রেজাউল করিম ও রাব্বানী খাঁন।নির্বাচিত বাংলাদেশির মধ্যে শারমিন হক আব্দুল্লাহ এর নাম কাউন্সিলর হিসেবে চুড়ান্ত ভাবে ঘোষণা করা হয়েছে । বাকি তিন জন প্যানেল বিজয়ী হয়েছে। তাদের নাম শিগগিরই ঘোষণা করা হবে। বিশ্বের অন্যান্য দেশের মতন ফ্রান্সের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে মিউনিসিপ্যাল নির্বাচনে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাররা শুধুমাত্র মেয়রকেই ভোট দিয়ে থাকেন । মেয়র নির্বাচিত হলেই কাউন্সিলরগণ নির্বাচিত হন।এ বছর বিভিন্ন এলাকা থেকে মিউনিসিপ্যাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২ বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ।