অনলাইন ডেস্ক : ফ্রান্সে সেন্ট্রাল প্যারিসের রুয়ে সেন্ট-জ্যাকস সড়কের একটি ভবনের ভেতর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ৩৭ জন। এর মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া এ ঘটনায় অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর আগে বুধবার (২১ জুন) বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং ২০ বা ৩০ মিটার উঁচু আগুন দেখতে পাই। আর প্রচণ্ড শব্দে ভবনটি ধসে পড়ে। বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের তীব্র গন্ধ ছিল। তবে কর্তৃপক্ষ এখনও বিস্ফোরণের কারণ নির্ণয় করতে পারেনি।

জানা যায়, বিস্ফোরণের পর ভবনটিতে প্রথমে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিস্ফোরণের পর জরুরিভাবে কর্মীরা ভবনটির ধ্বংসাবশেষের উদ্ধারে কাজ শুরু করেন।