Home কানাডা খবর বঙ্গবন্ধু পরিষদ কানাডা আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু পরিষদ কানাডা আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭ এপ্রিল ২০২২ রবিবার সন্ধ্যায় ডেনফোর্থ এভেন্যুর রেটহট তন্দুরি রেস্তোরাঁয় বঙ্গবন্ধু পরিষদ কানাডার পক্ষ থেকে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিন মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারহানা শান্তা।

এ আয়োজনের প্রথমে বঙ্গবন্ধু পরিষদ কানাডার পক্ষ থেকে দেশ ও জাতীর সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত করা হয় এবং এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের আসন্ন কর্ম সূচি সম্পর্কে আলোকপাত করা হয়। উক্ত অনুষ্ঠানে মতবিনিময়ে অংশগ্রহণ করেন শরিফা কামাল, কামালউদ্দীন আহমেদ, ইত্তেজা আহমেদ, শামসুল কবির, গৌতম শিকদার, বিনাতা মৃধা, মাহবুবুর রহমান, এডভোকেট আফিয়া বেগম, বাদল ঘোষ, জিন্নাত জাহান, মনির বাবু, লিটন কাজী, রেশমা আলম, পিন্টুসহ আরো অনেকে।

বঙ্গবন্ধু পরিষদ কানাডার পক্ষ থেকে মতবিনিময় এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য সংগঠনের সভাপতি মোঃ আমিন মিয়া সবাইকে ধন্যবাদ জানান।

Exit mobile version