অনলাইন ডেস্ক : ভারতকে ‘বন্ধুরাষ্ট্র’ হিসেবে উল্লেখ করলেও দেশটির পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বাংলাদেশ সময় বিকেলের দিকে ট্রাম্প এই ঘোষণা দেন। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে এর কারণও ব্যাখ্যা করেছেন ট্রাম্প। ভারতকে ‘বন্ধুরাষ্ট্র’ বললেও চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে মোদি প্রশাসনের ওপর অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প দাবি করেছেন, ভারতীয় বাজারে মার্কিন পণ্যের ওপর চড়া হারে শুল্ক নেওয়া হয়। এই কারণেই এমন শুল্কহার আরোপ করেছেন তিনি। এছাড়াও, ভারত ১ আগস্ট থেকে একটি জরিমানার মুখোমুখি হবে বলেও জানিয়ে দিয়েছেন ক্ষমতাধর দেশটির এই প্রেসিডেন্ট। যদিও সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, ‘মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে খুব কম হয়েছে। কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয়। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলোর মধ্যে একটি। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, যার সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক নেই।
এছাড়া, ওরা সব সময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি কেনে ওরা। চীনের থেকেও কেনে। যখন সবাই চাইছে রাশিয়া ইউক্রেনে ক্রমাগত হত্যা বন্ধ করুক, তখন এসব কাজ ভালো নয়। তাই ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে এবং উল্লিখিত বিষয়গুলোর জন্য একটি জরিমানাও নেওয়া হবে ১ আগস্ট থেকে।’
যদিও ভারতের ওপর এমন শুল্ক চাপানোর আভাস আগেই দিয়েছিলেন ট্রাম্প। গত মঙ্গলবার স্কটল্যান্ড থেকে ওয়াশিংটনে ফেরার সময়েই ট্রাম্প এমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন। সেই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই আনুষ্ঠানিক ঘোষণা এল। এছাড়াও সপ্তাহ দুয়েক আগেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলিকে সতর্ক করে দিয়েছিলেন ট্রাম্প।
ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপালেও অন্য বন্ধু রাষ্ট্রগুলোকে এক্ষেত্রে বেশ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে যেটি ১৫ শতাংশ। এছড়া কয়েকদিন আগে জাপান-আমেরিকা বাণিজ্যচুক্তিতেও টোকিওর পণ্যে ১৫ শতাংশ শুল্ক ধার্য করেছে মার্কিন প্রশাসন।
