হিমাদ্রী রয়

বাংলাদেশ আমার জন্ম কবচ ভালোবাসার দাম
আমার চেতনার শতনাম
বাংলা ভাষা আমার জন্ম চিহ্ন
গোত্রে আমি উনিশশো বাহান্ন
একাত্তরে জন্মিলাম।
হেঁটে হেঁটে আমি পৃথিবীর পথে
পরিচিত হয়েছি কত নাগরিক কত বহুমতে
কত দেশ আমায় প্রতিষ্ঠা দিয়েছে
গ্রহণ করেছি কত সংস্কৃতি রপ্ত নানান ভাষায়
তবু আমার তৃষ্ণার জল
স্মৃতি টলমল কলস ভরায়
গঙ্গায় আর পদ্মাতে।
আমার সকল কাজের ক্লান্তি শেষে
রবি ঠাকুর দাঁড়াও এসে
কেমন মায়ায় গেয়ে উঠি
‘সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে’
মাটিতে এঁকেছি জন্ম তিলক আমার
তোমার বুকে জাগি আবার
তোমাতেই মরি মিটি।
অন্যকারো বিচারে আমি যেই হই
আচারে আমি বাঙালি
প্রেমেতে চৈতন্য আমি চেতনায় নজরুল
আমি আগুন বুকে চলতে জানি
করিনা কখনও শত্রুর সাথে মিতালি।
দেখে নিও
গাঢ় জন্ম চিহ্ন নিয়ে গায়
আমি মরিয়া হইবো মাঠের বাউল
মানুষ হয়ে জন্মাবো আবার বাংলায়
বাংলাদেশ নামের জন্ম কবচ দেখে
চিনে নিও আমায়।
টরন্টো, কানাডা