Home কানাডা খবর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টোতে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টোতে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন

টরন্টো: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টোতে যথাযোগ্য উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে গত ২৭ জুন ২০২২ তারিখে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথমেই মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এরপর আলােচনায় কনসাল জেনারেল জনাব মোঃ লুতফর রহমান পদ্মা সেতুর উদ্বোধন জাতীয় জীবনে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর প্রদীপ্ত প্রত্যয় ও দৃঢ়তার প্রতীক প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতু’র শুভ উদ্বোধনের মাধ্যমে জাতিকে আবারও বিজয়মাল্য পরালেন। প্রকৌশল জগতের বিস্ময় পদ্মা সেতু আমাদের জাতীয় জীবনে উন্নয়নের এক সোনালি অধ্যায় সংযোজিত করল। দেশের অব্যাহত অগ্রগতিতে এই সেতু সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব রাখবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে থিম সং বাজানো হয় এবং অডিও ভিজুয়াল ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এর আগে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একটি ক্ষুদে বার্তা বাংলাদেশি ডায়াসপরা ও বিভিন্ন সংগঠনে পাঠানো হয় এবং তাদেরকে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করার জন্য অনুরোধ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version