Home কানাডা খবর বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের চলচ্চিত্র উৎসবে “আমার ৫০”

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের চলচ্চিত্র উৎসবে “আমার ৫০”

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত “লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ” চলচ্চিত্র উৎসবের স্পেশাল প্যাকেজে আগামী ১০ জুন ২০২১ তারিখে টরন্টো ফিল্ম ফোরামের সদস্যদের যৌথভাবে নির্মিত ৩৫ মিনিটের প্রামাণ্যচিত্র “আমার ৫০” প্রদর্শিত হবে। উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে টরন্টো, মিসিসাগা, ব্রামটন এবং মার্কখামে বসবাসরত পাঁচ জন মুক্তিযোদ্ধার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে গত মার্চ মাসে এই প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়। ছবিতে উঠে এসেছে, টরন্টোতে বসবাসরত ফয়েজ নুর ময়না স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সকালে খুব ভোরে গাড়ি নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে সারাদিন পাঁচ জন মুক্তিযোদ্ধার সাথে দিনটি কাটান। ময়নার এই সারাদিনের সময়ের মধ্যে মুক্তিযোদ্ধাদের সাথে কথোপকথনে উঠে আসে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের অনেক না বলা কথা। পাঁচ জন মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে মুক্তিযুদ্ধের ইতিহাস কিছুটা উঠে আসে যা নতুন প্রজম্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বুঝতে অনেকটা সাহায্য করবে।

উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত “৮ম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ” আগামী ৮ থেকে ১২ জুন অন-লাইনে অনুষ্ঠিত হবে। সারা পৃথিবীর যুদ্ধ ও মানবিকতা বিষয়ের চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হয়ে থাকে। পৃথিবীর যে কোন প্রান্তর থেকে যে কেউ রেজিস্ট্রেশন করে এই চলচ্চিত্র উৎসবের ছবিগুলো দেখতে পারেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের লিংক হচ্ছে, http://liberationdocfestbd.org/।

উল্লেখ্য, এই চলচ্চিত্র উৎসবের একই দিনে স্পেশাল প্যাকেজে মুক্তিযুদ্ধের সময়ের ঢাকার কেরাণীগঞ্জের হত্যাযজ্ঞ নিয়ে টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘বুড়িগঙ্গা ৭১’ প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি দুটি দেখার জন্য টরন্টো ফিল্ম ফোরামের পক্ষ থেকে সবার প্রতি আহবান জানানো হয়েছে।

Exit mobile version