
অনলাইন ডেস্ক : গত ২৬শে মার্চ, শনিবার, সন্ধ্যায় কানাডার বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা ‘বাংলা কাগজ’ এর এগিয়ে চলার ২২ বছর উপলক্ষে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে পত্রিকাটির লেখক এবং সাংবাদিকদের এক মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘বাংলা কাগজ’ এর প্রকাশক মহসীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে লেখক এবং সাংবাদিকবৃন্দ পত্রিকাটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পত্রিকাটিকে কিভাবে আরও সুন্দর অবস্থায় নিয়ে যাওয়া যায় সে বিষয়ে উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০০০ সালের ২১শে ফেরুয়ারি কানাডার টরন্টো থেকে ‘বাংলা কাগজ’ এর যাত্রা শুরু হয় এবং নিরবছিন্নভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রবাসী বাঙালিদের প্রবন্ধ, নিবন্ধ, গল্প, কবিতা এবং বিভিন্ন ধরনের লেখা নিয়ে এখন পর্যন্ত পত্রিকাটি তার যাত্রা অব্যাহত রেখেছে। মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত লেখক এবং সাংবাদিকবৃন্দ দীর্ঘদিন ধরে এই পত্রিকার অগ্রযাত্রায় এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক এম আর জাহাঙ্গীরের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ‘বাংলা কাগজ’ যেমন একদিকে দীর্ঘ দুই দশক ধরে বাঙালি কমিনিউটির সংবাদ পরিবেশন করে আসছে, ঠিক তেমনি কানাডা প্রবাসী বাঙালিদের মধ্যে লেখক সৃষ্টিতে পত্রিকাটি এক অনন্য অবদান রেখে চলেছে। তারা আরও বলেন, প্রবাসে থেকে এমন একটি মানসম্মত সাপ্তাহিক পত্রিকা পড়তে পারা সত্যিই একটি সৌভাগ্যের ব্যাপার।
‘বাংলা কাগজ’ এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদক এম আর জাহাঙ্গীর তাঁর বক্তব্যে উপস্থিত লেখক এবং সাংবাদিকদের ‘বাংলা কাগজ’ এর সাথে জড়িত থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পাঠক, লেখক সাংবাদিক, শুভ্যানুধায়ী এবং বিজ্ঞাপনদাতারা ‘বাংলা কাগজ’কে ভালোবাসেন বলেই এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতেও সবাই ‘বাংলা কাগজ’ এর সাথে থাকবেন এবং এর উত্তরোত্তর সৌকর্য্যের জন্য ‘বাংলা কাগজ’ এ যে যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ৩৫ জন লেখক এবং সাংবাদিক পত্রিকাটি নিয়ে মত প্রকাশ করেন এবং ‘বাংলা কাগজ’ এর সাথে সম্পৃক্ত বিভিন্ন সময় এবং ঘটনার স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, প্রতি সপ্তাহের মঙ্গলবার ‘বাংলা কাগজ’ প্রকাশিত হয়ে থাকে। পত্রিকাটি প্রিন্টেড এবং অনলাইন দুই মাধ্যমেই প্রকাশিত হয়।