Home আন্তর্জাতিক বাবরি মসজিদ নির্মাণের দানবাক্সে বিপুল অর্থ, চলছে গণনা

বাবরি মসজিদ নির্মাণের দানবাক্সে বিপুল অর্থ, চলছে গণনা

অনলাইন ডেস্ক : শুধু রুপি আর রুপি! এক এক করে রুপি ভর্তি ট্রাঙ্ক এনে ঘরের মেঝেতে ঢালা হচ্ছে, এরপর চলছে তা গণনার কাজ। চারদিকে গোল হয়ে বসে সেই রুপি গুণে চলেছেন। এর জন্য ৩০ জন মানুষকেও নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির। প্রস্তাবিত এই মসজিদ নির্মাণের জন্য এরইমধ্যে বিপুল অনুদানের অর্থ জমা হয়েছে।

ইতোমধ্যেই বাবরি মসজিদের জন্য মুক্ত হস্তে দান করার আহ্বান জানিয়েছেন এই বিধায়ক। সেই লক্ষ্যে বাবরি মসজিদ ট্রাস্টের অফিসিয়াল ব্যাংক একাউন্ট ও স্ক্যানার নিজের ফেসবুকে পোস্ট করে হুমায়ুন কবির লিখেছিলেন, ‘যারা দান করতে চান, নিচের যেকোনো মাধ্যমে দান পাঠাতে পারবেন। আল্লাহ আপনাদের দান কবুল করুন।’

এরপরই যে যার সাধ্যমত অর্থ সাহায্য করতে থাকেন। শুধু অনলাইন বা ব্যাংকের অ্যাকাউন্টে নয়, অর্থ সহায়তার জন্য ‘দান বাক্স’ রাখা হয়েছিল।

রবিবার হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে এক এক করে রুপি ভর্তি ১১ টি দান বাক্স খোলা হয়। ঘরের মেঝেতে ফেলে শুরু হয় গণনার কাজ। এজন্য ৩০ জন লোককে যেমন নিয়োগ দেওয়া হয়, তেমনি গণনায় গতি আনতে রুপি গোনার মেশিন নিয়ে আসা হয়।

এদিকে শুধুমাত্র অনলাইনে অর্থাৎ ওই নির্দিষ্ট ব্যাংকের স্ক্যানার ব্যবহার করে ৯৩ লাখ রুপি জমা পড়েছে বলে দাবি করেছেন হুমায়ুন কবির। আর দান বাক্সের রুপি তো রয়েছেই।

নিজের ফেসবুকে রুপি গণনার দৃশ্য লাইভ করে দেখিয়েছেন হুমায়ুন কবির।

৬ ডিসেম্বর বেলডাঙ্গায় পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৮০ কোটি রুপি দান করবেন বলে প্রকাশ্যে জানিয়েছিলেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ নির্মাণে যে অর্থের অভাব হবে না তা আগেই জানিয়েছিলেন এই বিধায়ক।

হুমায়ুন জানান, ‘বাবরি মসজিদ নির্মাণ করতে গত ৪ ডিসেম্বর প্রথম অর্থ সাহায্যের জন্য আমি আবেদন করেছিলাম। সেই থেকে রবিবার রাত পর্যন্ত ব্যাংকে জমা পড়েছে ৯৩ লাখ রুপির কিছু বেশি। এছাড়া কিছু দান বক্স রাখা হয়েছিল, সেখানে অনেকে তাদের সাধ্যমত অর্থ জমা দিয়েছে। সে রকম ১১টি দান বাক্স সিসিটিভির আওতায় গণনার কাজ চলছে।’

Exit mobile version