Home কানাডা খবর ‘বার্বি’ সিনেমা দেখতে ‘বার্বি পিঙ্ক’ পোশাকে ট্রুডো ও জেভিয়ার

‘বার্বি’ সিনেমা দেখতে ‘বার্বি পিঙ্ক’ পোশাকে ট্রুডো ও জেভিয়ার

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার বড় ছেলে জেভিয়ার থিয়েটারে গিয়ে একসঙ্গে আলোচিত ‘বার্বি’ সিনেমা দেখেছেন। ছেলেকে সঙ্গে নিয়ে ‘বার্বি’ সিনেমা দেখার বিষয়ে জাস্টিন ট্রুডো তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশন। খবর পিপলের

ছবিতে দেখা যায়, একটি থিয়েটারে ‘বার্বি’ সিনেমার পোস্টারের সামনে বাবা-ছেলে পোজ দিয়েছেন। এসময় তারা ‘বার্বি পিঙ্ক’ পোশাক পরেছেন। ট্রুডো পরেছেন একটি হুডি। তার ছেলে পরেছে টি-শার্ট। ছবির ক্যাপশনে জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘আমরা বার্বি দল’।

১৮ বছরের দাম্পত্য জীবনের পর গত বুধবার ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার বিচ্ছেদের ঘোষণা দেন। এই ঘোষণার চার দিন পর ট্রুডো তার বড় ছেলে জেভিয়ারকে নিয়ে ‘বার্বি’ সিনেমা দেখার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন।

Exit mobile version