Home কানাডা খবর বিয়ানীবাজার সমিতির বার্ষিক বনভোজন-২০২২ সম্পন্ন

বিয়ানীবাজার সমিতির বার্ষিক বনভোজন-২০২২ সম্পন্ন

অনলাইন ডেস্ক : মনের ভেতর দুঃখ, বেদনা যাই থাকুকনা কেন, যান্ত্রিক জীবন যতই ব্যস্ত হোক না কেন আনন্দকে ভাগাভাগি করতে বাঙালিরা চির উন্মুখ, সদা প্রস্তুত। যার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো বিয়ানীবাজার সোশ্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন টরন্টো কানাডা ইনক এর বার্ষিক বনভোজন ও ফ্যামিলি গেট টুগেদার-২০২২।

গত ১৭ জুলাই রবিবার টরন্টো শহরের লা’মোরেঅক্স স্পোর্টস কমপ্লেক্স-এ এক আনন্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এ বনভোজনটি। বিগত তিনটি বছর বিশ্ব করোনা মহামারীর কারণে কমিউনিটির জনসাধারণ বনভোজন বা পারিবারিক সম্মিলন করতে না পারায় এবারের আয়োজন নিয়ে সবার মধ্যে ছিল বিপুল উৎসাহ ও উদ্দীপনা।

সমিতির সভাপতি টুনু মিয়া, সাধারণ সম্পাদক সাব উদ্দিন, বনভোজন পরিচালনা কমিটির আহবায়ক সরফুল ইসলামসহ বনভোজন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ বিয়ানীবাজার এসোসিয়েশনের এই বনভোজনকে আনন্দমুখর, উপভোগ্য, সফল ও স্বার্থক করার জন্য সর্বসাধারণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাফেল ড্র পর্বের পুরস্কার প্রদানকারী সম্মানিত স্পনসরদের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন।

বিয়ানীবাজার সোশ্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন টরন্টো কানাডা ইনক উক্ত বনভোজন ও ফ্যামিলি গেট টুগেদার-এ টরন্টোতে বসবাসরত বিয়ানীবাজারের অধিবাসী ও তাদের পরিবারবর্গ ছাড়াও টরন্টোতে বসবাসরত বাঙ্গালী কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। শিশু, কিশোর, কিশোরী, যুবা, পুরুষ, মহিলা, বৃদ্ধ, বনিতা নির্বিশেষে সবাই একত্রিত হয়েছিলেন চিত্তকে একটু আনন্দে অবগাহিত করতে, একে ওপরের সাথে কুশল বিনিময় ও মহামিলনের আনন্দ ভাগাভাগি করে নিতে।

খেলাধুলা, নাচ গান, বাচ্চাদের, পুরুষ-মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা, মুখরোচক বাহারি খাবার, চা, সিলেটি পান সুপারি, আলোচনা পুরস্কার, রাফেল ড্র, আড্ডাসহ আয়োজনের ষোলো কলা।

রাফেল ড্র পর্বের প্রথম পুরস্কার হিসেবে ছিল টরন্টো-নিউ ইয়র্ক যাওয়া-আসার বিমান টিকেটসহ আরো অসংখ্য আকর্ষণীয় পুরস্কার। পরুষ, মহিলা, আবাল, বৃদ্ধ, বনিতা সকলের প্রাণবন্ত উপস্থিতিতে টরন্টো শহরের লা’মোরেঅক্স স্পোর্টস কমপ্লেক্সটি যেন সেদিন একখণ্ড বিয়ানীবাজারে পরিণত হয়েছিল ।

Exit mobile version