বকুল ভৌমিক

আমার অনেক কষ্ট বুকে
বুকের ভিতরে শত ব্যাথা
আমি বুলেট আমি মৃত্যু দূত আমি নিষ্প্রাণ
বারুদে ভরা আমার বুক
আমি কেড়ে নেই শত নিষ্পাপ প্রাণ

আমার অনেক কষ্ট বুকে
বুকের ভিতরে শত ব্যাথা
আমি ট্যাংক আমি ধ্বংসবাজ আমি নির্বোধ
শক্ত লোহা দিয়ে গড়া আমার শরীর
গুড়িয়ে দেই আমি সকল ন্যায্য প্রতিবাদ, প্রতিরোধ

আমার অনেক কষ্ট বুকে
বুকের ভিতরে শত ব্যাথা
আমি মিসাইল আমি রকেট আমি যুদ্ধ বিমান
আমি ধ্বংসবাজ আমি চরম অসভ্যতা
কেমিক্যালস আর উত্তাপে ভরা আমার বুক
আমি ধংস করি প্রাসাদ, আকাশ, বাতাস, শহর, সভ্যতা
হে মানব তুমি ডাক্তার তুমি ইঞ্জিনিয়ার
তুমি বিজ্ঞানী তুমি রাজনিতীবিদ তুমি উন্নতির মেলা
কি দিয়ে গড়া তোমার বুক?
কিসের এত যুদ্ধ প্রলয়, কিসের এত ধ্বংসের উন্মাদনা কিসের এত নির্দয় খেলা

হে মানব তুমি সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মানবতা
কি দিয়ে গড়া তোমার বুক?
কিসের এত হত্যাযজ্ঞ
কিসের এত আর্তনাদ, শিশুর কান্না আর রাস্তায় পচা লাশের গন্ধ
তোমার নেই কি একটুও বুকে কষ্ট
নেই কি একটুও ব্যাথা

আমার অনেক কষ্ট বুকে
বুকের ভিতরে শত ব্যাথা
অটোয়া, কানাডা