অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি থামানোর জন্য ভ্যাকসিন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস। সোমবার এমন মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমাদের এখনও যে উপায়গুলো আছে, সেগুলোর আরও পরিপূরক হয়ে উঠবে ভ্যাকসিন। তবে সেই উপায়গুলোকে একেবারে পালটে দেবে না।

ভ্যাকসিন আবিষ্কার হলেও সতর্কতায় কোনো ফাঁক রাখা যাবে না বলে সতর্ক করেছেন তিনি। ভ্যাকসিন আসার পরও সংক্রমণের যথেষ্ট সুযোগ থাকবে বলে সংবাদ সম্মেলনে বলে দাবি করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।