অনলাইন ডেস্ক : মুসলিম নারীদের বোরকা পরা নিষিদ্ধ এবং এক হাজারের বেশি মাদরাসা বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা।

জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার এ দুটি সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির একজন মন্ত্রী বিবিসিকে জানিয়েছেন।

দেশটির জননিরাপত্তা মন্ত্রী শারথ বীরাসেকারা বলেন, এ সংক্রান্ত মন্ত্রিসভার আদেশে তিনি স্বাক্ষর করেছেন। বিষয় দুটি এখন শুধু পার্লামেন্টে সংসদ সদস্যদের অনুমোদনের অপেক্ষায় আছে।

নিষেধাজ্ঞার আদেশ খুব শিগগিরই কার্যকর হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

২০১৯ সালে শ্রীলঙ্কায় কয়েকটি গির্জায় সিরিজ বোমা হামলায় ২৫০ জনের বেশি নিহত হওয়ার ঘটনায় মুসলিম নারীদের জন্য মুখ ঢাকা বোরকা পরিধান সাময়িক নিষিদ্ধ করেছিল দেশটি।

এবার মুসলিমদের এই পোশাক দেশটিতে স্থায়ীভাবে নিষিদ্ধ হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের এ ধরনের পদক্ষেপ দেশটির সংখ্যালঘু মুসলিমদের ওপর প্রভাব ফেলতে পারে।