Home আন্তর্জাতিক ভারতে মেঘ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫০ ছুঁই ছুঁই, আরও বাড়ার শঙ্কা

ভারতে মেঘ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫০ ছুঁই ছুঁই, আরও বাড়ার শঙ্কা

অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কিস্তার বিভাগের চাশোতি গ্রামে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহতের সংখ্যা ৪৬ জনে পৌঁছেছে। এটি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সেখানে মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে খুবই অল্প সময়ের মধ্যে ছোট একটি জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত হয়। যেটির প্রভাবে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এ বন্যার পানিতে ভেসে যান শত শত মানুষ।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধার অভিযানে সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে।

আকস্মিক এ বন্যার পানি নিচু অঞ্চলে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে গেছে। এতে করে নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৬৭ জনকে উদ্ধার করা হয়েছে।

কোনো জায়গায় হঠাৎ ভারী মেঘ জমে খুবই অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে সেটিকে ‘মেঘ বিস্ফোরণ’ বলা হয়। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। মেঘ বিস্ফোরণ হলে আক্রান্ত স্থানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।

এদিকে দুর্যোগে পড়া অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধারকারীর ব্যাপক সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েকদিনের ঝড়ে এমনিতেই রাস্তাঘাট খারাপ হয়েছিল। যেখানে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে সেখান থেকে রাজধানী শ্রীনগরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার দূর।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই এলাকায় প্রয়োজনীয় সব সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

এরআগে গত ৫ আগস্ট দেশটির উত্তরাখণ্ডের হিমালয় শহর ধারালিতে মেঘ বিস্ফোরণে একইরকম পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে অন্তত ৭০ জন মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়। যদিও দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানায়নি।

সূত্র: পিটিআই

Exit mobile version