Home আন্তর্জাতিক ভিসা ছাড়াই তুরস্কে ৯০ দিন থাকতে পারবেন ৬ দেশের নাগরিক

ভিসা ছাড়াই তুরস্কে ৯০ দিন থাকতে পারবেন ৬ দেশের নাগরিক

অনলাইন ডেস্ক : ভিসা ছাড়াই তুরস্কে যাওয়ার পাশাপাশি দেশটিতে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন কানাডা, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানসহ ছয় দেশের নাগরিক। বেশি সংখ্যক পর্যটক টানতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত শনিবার (২৩ ডিসেম্বর) দেশটির অফিসিয়াল গেজেটে এ সংক্রান্ত রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম হুররিয়েতের বরাতে আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিদেশি ও আন্তর্জাতিক সুরক্ষা আইনের ১৮ নম্বর ধারায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী ভিসা ছাড়া এই ছয়টি দেশের নাগরিকরা সর্বোচ্চ ৯০ দিন ইউরোপের এই দেশটিতে থাকার বিশেষ অধিকার পাবেন।

ইতিহাস-সংস্কৃতি সমৃদ্ধ দেশ তুরস্কে প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে যান। আরও বেশি পর্যটক টানতেই ওই ছয়টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত পর্যটন সেবা চালু করা হয়েছে। তাছাড়া তুরস্ক জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো- পর্যটকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এই দেশগুলোর সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করা।

ইউরোপ ও এশিয়া দুই মহাদেশের মধ্যে অবস্থিত তুরস্ক পর্যটকপ্রেমীদের কাছে জনপ্রিয় গন্তব্য বলে পরিচিত। রাজধানী ইস্তানবুলসহ দেশটির কৃষ্ণ সাগর (ব্ল্যাক সি) অঞ্চলীয় প্রদেশগুলো পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এসব প্রদেশের হোটেল মালিকরা আশা করছেন, ভিসানীতিতে এমন ছাড়ের কারণে পর্যটকের সংখ্যা আরও বহুগুণে বেড়ে যাবে। ব্ল্যাক সি ট্যুরিজম অপারেটর অ্যাসোসিয়েশনের (কেএটিআইডি) সভাপতি মুরাত টোকতাস জানিয়েছেন, সরকারের পর্যটকবান্ধব এমন সিদ্ধান্তের ফলে তারা আরও বেশি ভ্রমণপ্রেমীকে দেশটিতে দেখতে পাবেন।

Exit mobile version