অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় মোটর রেসের সময় একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে ছিটকে গিয়ে ভিড়ের মধ্যে পড়ায় সাত জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এতথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

স্থানীয় মিডিয়ার খবরে আরও বলা হয়েছে, রোববার (২১ এপ্রিল) দিয়াতালায়ায় ফক্স হিল সুপারক্রস ইভেন্টের ওই দুর্ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিহতের মধ্যে চারজন রেস কর্মকর্তার সদস্য রয়েছেন। এছাড়া আট বছরের এক মেয়ে শিশুও রয়েছে।

শ্রীলঙ্কার সামরিক বাহিনী দিয়াতালায়ায় এই রেসের আয়োজন করে। ওই অনুষ্ঠানে এক লাখ দর্শনার্থী উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের রেকর্ড করা ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর অনেকে ঘটনাস্থলে এগিয়ে আসছে। এ ঘটনার পরই ইভেন্ট বাতিল করা হয়।

আহতদের মধ্যে দুজনকে সামরিক হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। বাকীদের অবস্থা গুরুত্বর। কী কারণে এমন দুর্ঘটনা হয়েছে তা বের করতে তদন্ত করছে পুলিশ।