মন্ট্রিয়ল ডেস্ক: ক্যুইবেক গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের পাবলিক সেক্টরের কর্মীদের সবার বাধ্যতামূলক ভ্যাকসিনের বিরুদ্ধে এবং ভ্যাকসিন পাসপোর্টের প্রয়োগকে অনৈতিক বলে গত ২৮শে আগস্ট মন্ট্রিয়লে লক্ষাধিক মানুষের র‌্যালি ও বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুর ১টায় মন্ট্রিয়লের মেসোনাফ পার্কে জড়ো হয়ে শেরব্রোক স্ট্রিট অভিমুখে র‌্যালি গিয়ে শেষ হয় ক্যুইবেক অর্ডারড অব নার্সেস বিল্ডিং-এ। র‌্যালিতে মানুষের হাতে ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় প্ল্যাকার্ডে লেখা ছিলাÑ “চয়েস, নো ম্যান্ডেট”, “নো টু ম্যান্ডাটরী ভ্যাকসিন”।

র‌্যালিতে অংশ নেয়া বিক্ষোভকারিদের সাথে কথা হয়। তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভ্যাকসিন পাসপোর্টের বিরুদ্ধে। আমরা মনে করি এতে জনগণের অধিকার ক্ষুন্ন হবে। আমরা যদি এটিকে মেনে নেই তবে এরপর সবকিছুই চুপ করে মেনে নিতে হবে। এছাড়া ভ্যাকসিন নেবো কি না এটা একান্তই আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত, কেউ আমাদের উপর চাপিয়ে দিতে পারে না।