বকুল ভৌমিক

মানবতা কি তুমি মরে গেছো
পথের পর পথ হাঁটি তোমায় খুঁজি
নীরব হৃদয়ে আছ চোখ বুজি।
শুনিতে কি না পাও অন্তরীক্ষে অসহায়ের আর্তনাদ, ব্যাথিতের রোদন
কি কারণে নির্লিপ্ত উদাসীন, কিসে তোমার অভিমান, নিরসন।
সকলি যদি কল্যাণে হিত, সমাজ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম রাজনীতি
তবুও কেন নেই মানব মানবে সহিষ্ণুতা, প্রীতি।
একি ধ্বংস যজ্ঞ বহিছে চারিদিক
মানব তোমায় ধিক্ তব ধিক্
ব্যভিচার বিশ্বজুড়ে, খুন গুম শিশু হত্যা, নারী ধর্ষণ
রক্তাক্ত শহর রাজপথ বোমার পর বোমার বর্ষণ।
কবে শুনিব মানবতার জয়ধ্বনি
কবে হবে দূর এ দস্যুতা, নিষ্ঠুর বর্বতা
জাগিয়া উঠিবে মানুষ মানুষের মর্মতা।
মানবতা- একি শুধুই তবে রাজনীতির মুখরোচক ভন্ড বাক্য বাণী
বৃথাই তবে মানব জাতিরে শ্রেষ্ঠ মানি।
অটোয়া