অনলাইন ডেস্ক : নেদারল্যান্ডের আমস্টারডামকেন্দ্রীক বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক দূষণ খুঁজে পেয়েছেন।তারা বলছেন যে, আবিষ্কারটি দেখিয়েছে যে, ক্ষুদ্র কণাগুলো মানুষের শরীরের চারপাশে ভ্রমণ করতে পারে এবং এমনকি শরীরের নানা অঙ্গেও থাকতে পারে।–দ্য গার্ডিয়ান, দ্য ইকোটেক্সটাইল নিউজ

নেদারল্যান্ডসের ভ্রিজ ইউনিভার্সিটি (ফ্রি ইউনিভার্সিটি) আমস্টারডামের গবেষকরা ২২ জন বেনামী দাতা, সমস্ত সুস্থ প্রাপ্তবয়স্কদের রক্তের নমুনা বিশ্লেষণ করেছেন এবং তাদের মধ্যে ১৭ জনের মধ্যে প্রায় ৮০ শতাংশ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

মাইক্রোপ্লাস্টিক দূষণ এর বেশিরভাগই সিন্থেটিক টেক্সটাইল থেকে, এভারেস্টের চূড়া থেকে গভীরতম মহাসাগর পর্যন্ত পাওয়া গেছে। মানুষ আগে থেকেই এগুলিকে খাবার এবং জলে সেবনের পাশাপাশি শ্বাস নেওয়ার জন্য পরিচিত ছিল। তবে এই প্রথম মানুষের রক্তে মাইক্রোপলাস্টিক পাওয়া গেলো।