বনানী বাবলি

মানুষ চায় জীবনাশক্তি
আলোর কাছে
পথে পথে শত অন্তরায়
সে হোঁচট খেয়ে থুবড়ে যায়
উঠে দাঁড়ায়
শত অতৃপ্তি
ব্যর্থতা আসে চাবুকের ন্যায়
সফলতাও আসে কখনো পথ ভুলে
স্বপ্ন বুনে যায়
প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত
অসীমের মাঝে খুঁজে যায়
কী চায়, কী পায়
কে জানে কোথায়
ভালোবাসার কাঙালপনা
রেখে যায় আলপনা
কী পাই, কে পায়
দিন চলে যায়
জীবন ফুরায়।।

টরন্টো, কানাডা