অনলাইন ডেস্ক : যুক্তরাজ্য সরকার সংস্কৃতিমন্ত্রী এবং তেহরানের মেয়রসহ বেশ কয়েকজন ইরানি কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। মাসা আমিনির মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য সরকার এই নিষেধাজ্ঞা দিল।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) বলেছে যে নতুন পদক্ষেপগুলি ‘ইরানের বাধ্যতামূলক হিজাব আইনের খসড়া তৈরি এবং বাস্তবায়নের জন্য দায়ী সিনিয়র ইরানি সিদ্ধান্ত নির্মাতাদের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে।

নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে ইরানের সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি, তার ডেপুটি মোহাম্মদ হাশেমি, তেহরানের মেয়র আলীরেজা জাকানি এবং ইরানের পুলিশের মুখপাত্র সাইদ মনতাজার আল-মাহদি রয়েছেন।

পোশাকবিধি’ না মানায় রাজধানী তেহরান থেকে মাসা আমিনিকে আটক করেছিল নীতি পুলিশ। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গত বছরের ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এর প্রতিবাদে দেশে শুরু হয় বিক্ষোভ যাতে শত শত মানুষ নিহত হয়। সূত্র: আল জাজিরা