বকুল ভৌমিক

নৈসর্গিক সৌন্দর্যে গাঁথা
সবুজ প্রকৃতি ঘেরা,
মায়ায় ভরা আমার গ্রাম;
তোমায় ভালোবাসি;

তোমায় ভালোবাসি বলে আমি
টিনের চালের বৃষ্টির শব্দ শুনতে ভালোবাসি

তোমায় ভালোবাসি বলে আমি
সজনা গাছের আগ ডালে বসা ঘুঘুর ডাক শুনতে ভালোবাসি

তোমায় ভালোবাসি বলে আমি
গভীর রাতে জানালার ফাঁকে লুকিয়ে তারাদের মিছিল দেখতে ভালোবাসি

তোমায় ভালোবাসি বলে আমি
বাড়ির উঠোনের পাশে বড় আম গাছের বোল আর পাতার সমাহারে মিলিয়ে যেতে ভালোবাসি

তোমায় ভালোবাসি বলে আমি
গ্রামের মাঝখানে সবচেয়ে বয়জেষ্ঠ্য বট বৃক্ষটির মতো পথিকের রোদের শ্যামল ছায়া হতে ভালোবাসি

তোমায় ভালোবাসি বলে আমি
গোয়ালের গরুগুলোর জাবর কাটার ক্লান্তিকে অনুভব করতে ভালোবাসি

তোমায় ভালোবাসি বলে আমি
ছোট্ট নদীর শ্রোতের মত বড় নদীর উষ্ণতায় মিশে যেতে ভালোবাসি

তোমায় ভালোবাসি বলে আমি
শহরের নিয়ন বাতিগুলোর রং লাগা চোখেও আমার মনের উজ্জল তারার জ্যোতিকে যতেœ ধরে রাখতে ভালোবাসি

তোমায় ভালোবাসি বলে আমি
এই মায়ায় ভরা গ্রামে জীবনটাকে আটকে ধরে রাখতে ভালোবাসি।
অটোয়া