Home কানাডা খবর মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন অন্টারিও, কানাডা – কার্যনির্বাহী কমিটির আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির মহাসচিব...

মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন অন্টারিও, কানাডা – কার্যনির্বাহী কমিটির আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাহাঙ্গীর আলম

গত ১৮ জুন শনিবার ২০২২ বিকেল ৬টায় টরন্টোস্থ ৩০১৮ ড্যানফোর্থ রোড দেলোয়ার খানের অফিসে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন অন্টারিও, কানাডা কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক খান। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুজন দেওয়ান। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা: জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জয়নাল আবদিন, ডা: মহবুব, দেলোয়ার হোসেন দুলাল, মো: মিজানুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, ট্্েরজারার মো: দেলোয়ার খান, মাহাবুব শ্যামল ও আক্তার হোসেন।

সভায় সবার সম্মতিক্রমে বিক্রমপুর সমিতি কানাডাকে আরো প্রগতিশীল করার লক্ষ্যে বিক্রমপুরের অতি পরিচিত মুখ টরন্টোর কয়েকজন ভাই ও বোনকে কার্যকরি কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো। আগামী দিনে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি শক্তিশালী, প্রগতিশীল হয়ে টরন্টোবাসীর পাশে থাকবে বলে আশা করেন।

নতুন যারা এলেন : ১. সহ-সভাপতি – দেলোয়ার হোসেন দুলাল, ২. সহ-সভাপতি – ড. আশরাফ, ৩. সহ-সভাপতি – জাকির হোসেন, ৪. সাংগঠনিক সম্পাদক – আশিকুর রহমান আশিক, ৫. মহিলা সম্পাদিকা – সাবরিনা চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির মহাসচিব ডা: জাহাঙ্গীর আলমের সহধর্মিনী জেসমিন আরা। সভায় সবার সম্মতিক্রমে বার্ষিক বনভোজন ২০২২ করা হবে আগামী ২৪ জুলাই, TAYLOR CREAK PARK PICNIC AREA # 5

তিন শত লোকের আয়োজন করা হবে। মহিলা সম্পাদিকা সাবরিনা চৌধুরী গানের আয়োজন করবেন। বিশেষ আকর্ষণ থাকবে অন্টারিও কানাডা বসবাসকারী সকল বিক্রমপুরবাসী ও শুভাকাক্সক্ষীদের এই বনভোজনে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানান ফারুক খান।
বাংলাদেশ থেকে আগত মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি আজ বিশাল ব্যাপার, গর্ব করার মত একটা সমিতি। বাংলাদেশের বাইরেও পৃথিবীর বড় বড় শহরে আমাদের সমিতির শাখা আছে আপনাদের মত। আমরা কেন্দ্রীয় কমিটি চাই প্রবাসে আপনারা বিক্রমপুরের ঐতিহ্য তুলে ধরুন। পদ্মা সেতুতে বিক্রমপুরবাসী বিশাল অংশীদার। তিনি আরও বলেন, টরন্টো থেকে অনেককেই বিক্রমপুর কেন্দ্রীয় কমিটিতে আজীবন সম্মানীত সদস্য করা হয়েছে ফারুক খানের নেতৃত্বে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

Exit mobile version