মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের ৮মতম বনভোজন ছিল গত ২৪শে জুলাই রবিবার টেলরক্রিক পার্কে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় গানবাজনায় ও আনন্দে ভরপুর ছিল পিকনিক ২০২২। প্রবল ঝড়-বৃষ্টিবাদল উপেক্ষা করেও বনভোজন অনেক জমজমাট।
খাওয়া-দাওয়া, গানবাজনা, খেলাধুলা, আড্ডা-গল্প যেন কোন কিছুরই কমতি ছিল না। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা: জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার কামরুল হাফিজ আহাম্মেদ। আরো উপস্থিত ছিলেন কমিটির নেতৃবৃন্দ।
গানবাজনা বিনোদনের আয়োজনে ছিলেন সংগঠনের মহিলা সম্পাদিকা সাবরিনা চৌধুরী ও বিশিষ্ট নাট্যকার এবং অভিনেতা কামাল হোসেন বাবর গান গেয়ে মুগ্ধ করেন সবাইকে।
বনভোজন আয়োজনে যারা মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের পক্ষে বিশাল পরিশ্রম করে স্বার্থক করেছেন কনভেনার ডা: মাহবুব আলম, কো-কনভেনার তাজুল ইসলাম, কো-কনভেনার আক্তার হোসেন। সহযোগিতায় ছিলেন সুজন দেওয়ান, গোলাম রনি, আশিকুর রহমান আশিক, মো: মিজানুর রহমান বাদল, দেলোয়ার খান, আশরাফ চৌধুরী, মাহবুব আলম শ্যামলসহ আরো অনেকে। এবার পিকনিকে উইনজার থেকে আসেন পরিবারবর্গ নিয়ে আরসিক রহমান ও নিউইয়র্ক থেকে মো: আজাদ বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেন মিজানুর রহমান মিজান, হোসনী মোবারক তুমিন, ব্যারিস্টার কামরুল, হাফিজ আহাম্মেদ, গোলাম রনি, দেলোয়ার খান, ইন্দীয়ান বিরাসী হাউস, স্বপ্নবাজার নজিব আহাম্মেদ।
আরো সহযোগিতা করেন সংগঠনের জাকির হোসেন, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, দেওয়ান আহাম্মেদ। র্যাফেল ড্র – প্রথম পুরস্কার ল্যাপটপ জিতে নেন ফারুক চৌধুরী, দ্বিতীয় পুরস্কার জিতে নেন রোকেয়া কালাম, তৃতীয় পুরস্কার পান তাসলিমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ডা: জাহাঙ্গীর আলম বলেন, আপনাদের এই জমজমাট পিকনিকে এসে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি আপনাদের সাথে ছিল এবং আগামী দিনেও থাকবে। প্রবাসে সকল বিক্রমপুরবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সংগঠনের সভাপতি ফারুক খান বলেন, প্রচন্ড ঝড়-বৃষ্টির মাঝেও আপনারা যারা এই পিকনিক ২০২২০-এ এসেছেন, আপনাদের জানাই অনেক ধন্যবাদ এবং আপনারাই আমাদের আগামী দিনের প্রেরণা ও পথ চলার সাথী।
আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। অবশেষে বিক্রমপুরের রসগোল্লা, পানমশলার আমেজ নিয়ে ঘরে ফিরেন সবাই।