Home কানাডা খবর মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের কার্যনির্বাহী সভায় নতুন সাধারণ সম্পাদক গোলাম রনি এবং মরহুম শাহ...

মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের কার্যনির্বাহী সভায় নতুন সাধারণ সম্পাদক গোলাম রনি এবং মরহুম শাহ মোয়াজ্জেম হোসেন-এর জন্য দোয়া

গত ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার টরন্টোস্থ ৮১৫৮ ড্যানফোর্থ এভেনিউ মাইকাবাব হাউস বিকাল ৭টায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশধন অন্টারিও, কানাডা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক খান। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুজন দেওয়ান। সুজন দেওয়ান বেশ কিছু দিন যাবত পারিবারিক কাজের জন্য অব্যাহতি চেয়েছিলেন। চার বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সভায় কার্যকরী সদস্যবৃন্দের সম্মতিক্রমে গোলাম রনিকে নতুন সাধারণ সম্পাদকের পদ প্রস্তাব করা হলে সবার সম্মতিক্রমেই গ্রহণ করা হয়। নবনিযুক্ত সাধারণ সম্পাদক গোলাম রনি এবং সভাপতি ফারুক সবাইকে গ্রহণ করেন। নতুন সাধারণ সম্পাদক গোলাম রনিকে যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান।
দ্বিতীয় পর্বে ছিল মুন্সীগঞ্জ-বিক্রমপুরের বর্ষিয়ান জননেতা মরহুম শাহ মোয়াজ্জেম হোসেন-এর মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কমিটির সবাই শাহ মোয়াজ্জেম হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর বিক্রমপুরের কৃতি সন্তান তার অবদান নিয়ে আলোচনা করেন সবাই।

দোয়া পরিচালনা করেন সংগঠনের ট্রেজারার হাজী দেলোয়ার হোসেন।
উক্ত দোয়া মাহফিলে সবাই বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা: মাহবুব আলম, মো: মিজানুর রহমান বাদল, জয়নাল আবদিন, জাকির হোসেন, মিজানুর রহমান মিজান, আশরাফ চৌধুরী, তাজুল ইসলাম, দেলোয়ার খান, আশিকুর রহমান আশিক, আক্তার হোসেন, মাহবুব শ্যামল, আব্দুল করিম, মো: নাজমুল হোসাইন, এস এন এম চৌধুরী, মো: রহিম, মিজান রহমান, ইমরান চৌধুরী।

পরিশেষে রাতের ডিনারের ব্যবস্থা করেন মাই কাবাব হাউসের কর্ণধার আক্তার হোসেন। দই, মিষ্টির আপ্যায়নে ছিলেন নতুন সাধারণ সম্পাদক এবং সভাপতি।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক গোলাম রনি বলেন, আগামী দিনে বিক্রমপুরবাসীকে নিয়ে টরন্টোতে বড় সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবো। সভাপতি ফারুক খান বলেন, আমরাও চাই নবনিযুক্ত সাধারণ সম্পাদক গোলাম রনি মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনকে সুন্দর প্রগতিশীল নেতৃত্বে কানাডাতে আমাদের এসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।

Exit mobile version