Home আন্তর্জাতিক মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।গতকাল শনিবার ইউকাতান অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে।

ইউকাতান অঙ্গরাজ্যের সিকিউরিটি সেক্রেটারিয়েট জানিয়েছে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ট্রাকচালকও রয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানান, মেরিদা ও কামপেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে একটি গাড়ি ও নির্মাণ শ্রমিক বহনকারী একটি ট্রাকে আঘাত হানে।

মেক্সিকো সিটি কর্তৃপক্ষ জানায়, এক সপ্তাহেরও কম সময়ে দেশটিতে বড় ধরনের প্রাণহানীর এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। গত সোমবার মধ্য মেক্সিকোতে একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি ডাবল-ডেকার বাসের সংঘর্ষে ১০ জন নিহত ও ৪১ জন আহত হন।

দুই দিন পর, প্রায় ৫০ হাজার লিটার গ্যাস বহনকারী একটি ট্রাক মেক্সিকো সিটিতে উল্টে গিয়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় ১৩ জন নিহত ও বহু মানুষ মারাত্মকভাবে দগ্ধ হন বলে শনিবার হালনাগাদ করা এক হিসাবে জানানো হয়েছে।

Exit mobile version