অনলাইন ডেস্ক : ইসরায়েলি বাহিনী দাবি করেছে, রায়েদ একদল সেনার ওপর তার গাড়ি দিয়ে চাপা দিয়েছে

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি যুবক। এর কয়েক ঘণ্টা আগে জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের হাতে এক মেডিকেল শিক্ষার্থী নিহত হন। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ গতকাল শনিবার পশ্চিম তীরে নিহত ওই যুবকের নাম মোহাম্মদ রায়েদ (২৪) বলে জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সিকে জানায়, বেইত ওমর শহরে কাছে মোহাম্মদ রায়েদ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, রায়েদ একদল সেনার ওপর তার গাড়ি দিয়ে চাপা দিয়েছে। ইসরায়েলি চিকিৎসকরা বলেছেন, এতে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পশ্চিম তীরে সম্প্রতি উত্তেজনার পরিমাণ অনেক বেড়েছে

এর আগে শনিবার ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে বলা হয়, আল-আকসা মসজিদের প্রাঙ্গণে এক প্রবেশদ্বারে তারা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

ওই প্রবেশ পথে থাকা ফিলিস্তিনি মুসল্লিরা জানান, ইসরায়েলি পুলিশ ২৬ বছর বয়সী মোহাম্মদ খালেদ আল-ওসাইবিকে অন্তত ১০ বার গুলি করেছে। ইসরায়েলি পুলিশ এক নারীকে লাঞ্ছিত করছিল তাতে বাধা দিলে মোহাম্মদ খালেদ আল-ওসাইবিকে গুলি করে পুলিশ।

তবে ইসরায়েলি পুলিশ অভিযোগ করেছে, আল-ওসাইবি এক পুলিশের কাছ থেকে বন্দুক নেওয়ার চেষ্টা চালায় এবং ধাক্কাধাক্কিতে গুলি বেরোয়। তবে পুলিশের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল-ওসাইবির পরিবার।