স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে পেতে ১০০ মিলিয়ন ইউরো এবং দলের শীর্ষ তিন ফুটবলারকে দিতে রাজি ম্যানচেস্টার সিটি। এমন খবর স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-এর। গতকাল স্পোর্ত-এর প্রতিবেদনে বলা হয়, লিওনেল মেসির বিনিময়ে নগদ ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে তিন ফুটবলার বারনার্দো সিলভা, এরিক গার্সিয়া ও গ্যাব্রিয়েল জেসুসকে দিতে চাইছে ইংলিশ ক্লাবটি।

ফিফার ‘ফিন্যানশিয়াল ফেয়ার প্লে’ ঠিক রাখতেই এমন চিন্তা ম্যানচেস্টার সিটির। আয়ের চেয়ে বেশি ব্যয়ের অভিযোগে চলতি বছরেই উয়েফা কর্তৃক ইউরোপিয়ান ফুটবল আসরে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিল ইংলিশ ক্লাবটি। পরে আদালতের রায়ে পার পায় তারা।

গত বুধবার স্প্যানিশ বুরোফ্যাক্সের মাধ্যমে এফসি বার্সেলোনাকে লিওনেল মেসি জানিয়ে দেন, কাতালান ক্লাবে তিনি আর থাকছেন না। এরপর থেকেই তোলপাড় ফুটবল বিশ্বে। মেসিকে দলে ভেড়াতে তোড়জোড় করছে ইউরোপের শীর্ষ চার ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), ইন্টার মিলান। তবে সংবাদমাধ্যমের ধারণা, সাবেক গুরু পেপ গার্দিওলার কারণে মেসির ম্যান সিটিতে যাওয়ার সম্ভাববনাই বেশি।

সিটিতে তিন মৌসুমে ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ১৫২ ম্যাচে করেছেন ৬৮ গোল। ২০১৭ সালে সিটিতে যোগ দেন বারনার্দো সিলভাও। সিটির জার্সি গায়ে ১৫৫ ম্যাচে ৩০ গোল রয়েছে পর্তুগিজ মিডফিল্ডারের ঝুলিতে।