Home কানাডা খবর মেয়ের বিয়ের পার্টিতে ডেভেলপারদের যোগ দেওয়া নিয়ে বিতর্কে ডগ ফোর্ড, অভিযোগ জানাবে...

মেয়ের বিয়ের পার্টিতে ডেভেলপারদের যোগ দেওয়া নিয়ে বিতর্কে ডগ ফোর্ড, অভিযোগ জানাবে এনডিপি

অনলাইন ডেস্ক : অন্টারিওর বিরোধী দল প্রদেশের ন্যায় কমিশনারের কাছে একটি নতুন অভিযোগ দায়ের করতে যাচ্ছে যখন প্রিমিয়ার ডগ ফোর্ড গত ১০ ফেব্রুয়ারি, শুক্রবার বলেছেন যে ডেভেলপাররা গত গ্রীষ্মে তার মেয়ের জন্য একটি প্রাক-বিবাহ তহবিল সংগ্রহের পার্টিতে যোগদান এবং অনুদান দেওয়ার বিষয়ের মত যে কোনও অন্যায্য কর্মকান্ডের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। খবর সিবিসি নিউজের।

ফোর্ড সাংবাদিকদের বলেন, এটি ‘হাস্যকর’ যে তিনি স্ট্যাগ-এন্ড-ডো পার্টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, এবং এটিকে তিনি ‘ব্যক্তিগত’ বিষয় হিসেবে অভিহিত করেছেন।
কিন্তু শুক্রবার সন্ধ্যায় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এনডিপি নেতা মেরিট স্টাইলস বলেছেন, পাহাড়সম প্রমাণ রয়েছে যে ডেভেলপারদের সাথে ফোর্ডের সুখকর সম্পর্কের সীমা অতিক্রম করেছে।

এই ডেভেলপারদের মধ্যে সেই সমস্ত লোকরা রয়েছেন যারা ফোর্ড সরকারের গ্রিনবেল্ট এবং অন্যান্য বিশেষ সুবিধাগুলো তৈরি করার সিদ্ধান্ত থেকে সরাসরি উপকৃত হয়েছেন – তারা সেই আয়োজনে ঠিক কী নিয়ে কথা বলছিলেন? প্রশ্ন রাখেন স্টাইলস।

গত ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার গ্লোবাল নিউজ এ বিষয়ে একটি রিপোর্ট করে। সেখানে বলা হয়, ডেভেলপারদের মধ্যে যারা ফোর্ডের ব্যক্তিগত বন্ধু ছিলেন তারা ওই পার্টিতে যোগ দিয়েছিলেন এবং কেউ কেউ এই অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার বিষয়ে অস্বস্তিও প্রকাশ করেছিলেন।

এর পরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। সিবিসি টরন্টো স্বাধীনভাবে সেই প্রতিবেদন যাচাই করেতে সক্ষম হয়নি।

সা¤প্রতিক মাসগুলোতে প্রিমিয়ার ফোর্ড প্রদেশের সংরক্ষিত গ্রিনবেল্ট এলাকায় উন্নয়নের বিষয়ে তদন্তের আওতায় এসেছেন। জমির মালিকদের মধ্যে বেশ কয়েকজন সুপ্রতিষ্ঠিত ডেভেলপার রয়েছেন যাদেরকে ফোর্ড আবাসন উন্নয়নের জন্য উন্মুক্ত করার প্রস্তাব দিয়েছেন বলে খবর প্রকাশ্যে আসার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। এমনকি ওই ডেভেলপারদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পিসি পার্টি ডোনার রয়েছেন বলে মনে করা হচ্ছে। ফোর্ড সরকার পূর্বে বলেছিল যে তারা গ্রীনবেল্টের উন্নয়নের জন্য প্রস্তাব গ্রহণ করবে না।

ওশওয়েকেন, ওন্টে একটি সংবাদ সম্মেলনে স্টেগ-এন্ড-ডু সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে ফোর্ড বলেন, খোলাখুলিভাবে বলতে গেলে এটি হাস্যকর।
আমি ন্যায় কমিশনারের কাছে গিয়েছিলাম, তিনি বিষয়টি পুরোপুরি পরিষ্কার করেছেন, বলেন ফোর্ড। প্রিমিয়ার আরও বলেন, এটি সত্যিই ব্যক্তিগত একটি বিষয় এবং এটি আমার মেয়ের বিয়ে এবং কানাডার ইতিহাসে এমনটি প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে যে কেউ কারো মেয়ের বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করছে। যাইহোক, ন্যায় কমিশনারের কাছে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। ন্যায় কমিশনারের কার্যালয় শুক্রবার সিবিসি টরন্টোকে জানায়, জানুয়ারিতে প্রিমিয়ার ডগ ফোর্ড এবং তার কর্মীরা কমিশনারকে কিছু নির্দিষ্ট অতিথি সম্পর্কে তথ্য প্রদান করেছেন যারা বিয়েতে যোগ দিয়েছিলেন এবং যারা কয়েক মাস আগে অনুষ্ঠিত স্টেগ-এন্ড-ডো পার্টিতে যোগ দিয়েছিলেন। ফোর্ড একটি গণমাধ্যমে খবর প্রকাশের পর কমিশনারের সাথে যোগাযোগ করেছেন বলে কার্যালয়ের তরফে জানানো হয়েছে।

কার্যালয়ের যোগাযোগ ব্যবস্থাপক মিশেল রেনাউড বলেন, কমিশনারকে দেওয়া তথ্যে জানানো হয়েছে যে অতিথিদের মধ্যে যাদের ডেভেলপার হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা ফোর্ডের পরিবারিক বন্ধু এবং কিছু কিছু ক্ষেত্রে কয়েক দশক ধরেই তারা ফোর্ড পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন।

আয়োজন সম্পর্কে কমিশনারকে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে কমিশনারের মতামত ছিল যে, এই ঘটনাগুলোর সাথে সম্পর্কিত সদস্যদের নীতি আইনের সাথে অ-সম্মতি নির্দেশ করার মতো কিছু নেই। বিশেষত, প্রিমিয়ার ডগ ফোর্ডের মেয়ে এবং জামাইকে দেওয়া উপহারের বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং যে কোনও অনুষ্ঠানেই সরকারী ব্যবসা নিয়ে কোনও আলোচনা হয়নি বলে মত কমিশনারের।

বিবৃতিতে আরও যোগ করা হয়েছে যে সততা কমিশনারের মতামত কোন বিষয়ে অনুসন্ধান বা তদন্তের ফলাফল নয়। বরং, কমিশনার যখন মতামতের জন্য অনুরোধ পান, তখন তারা সদস্য কর্তৃক উপলব্ধ তথ্য ব্যবহার করে মূল্যায়ন করেন।

Exit mobile version