অনলাইন ডেস্ক : নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে আকসা ও জিসোমিয়ার মতো কোনো প্রতিরক্ষা চুক্তির বিলাসিতা সরকার করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেইকে সাবেক কূটনীতিকসহ সংশ্লিষ্ট বিষয়ের বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনার পর সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত আকসা ও জিসোমিয়া নামের দুটি চুক্তি সই করতে চায় যুক্তরাষ্ট্র। অ্যাকুজিশান অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট আকসার অধীনে মার্কিনবাহিনী খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় হয়ে থাকে। আর জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট- জিসোমিয়া চুক্তির অধীনে হয় সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময়।

এসময়, দেশ থেকে অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিলে বাংলাদেশ সন্তুষ্টই হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও তিনি কথা বলেন, মার্কিন রাষ্ট্রদূতসহ দেশটির বিভিন্ন প্রতিনিধি দলের সাম্প্রতিক তৎপরতা নিয়েও।