অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মিউজিক ফেস্টিভ্যালে পদদলিত হয়ে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে হিউস্টনে আয়োজিত বার্ষিক অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালের প্রথমদিনে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফেস্টিভ্যালে র‍্যাপার ট্র্যাভিস স্কট অংশ নেওয়ার সময় মঞ্চের বাইরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ সময় আহত ৭০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলেই স্থাপন করা হয়েছে চিকিৎসাকেন্দ্র।

এ পর্যন্ত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হিউস্টনের দমকল বিভাগের প্রধান স্যামুয়েল পেনা। তবে তাদের মৃত্যু কীভাবে হলো তা এখনো নিশ্চিত হতে পারেননি তিনি।