Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিবর্ষণে ২ জন নিহত, আহত ২০

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিবর্ষণে ২ জন নিহত, আহত ২০

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের স্কুলে বন্দুকধারীর গুলিবর্ষণে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার (২৭ আগস্ট) মিনেসোটার মিনিয়াপলিসের একটি স্কুলে গুলিবর্ষণে দুইজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে। বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানান তিনি।

এর আগে মিনিয়াপলিস পুলিশ জানায়, বুধবার শহরের দক্ষিণ প্রান্তে একটি ক্যাথলিক গির্জা এবং স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গভর্নর টিম ওয়ালজ এক্স বার্তায় লিখেছেন, ‘আমাকে অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলিবর্ষণের বিষয়ে অবহিত করা হয়েছে। আমি আমাদের বাচ্চাদের এবং শিক্ষকদের জন্য প্রার্থনা করছি।’

মিনিয়াপলিস শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে সম্প্রদায়ের জন্য কোনো সক্রিয় হুমকি নেই। বন্দুকধারীকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই ঘটনাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, ‘মিনেসোটার মিনিয়াপলিসে মর্মান্তিক গুলি চালানোর বিষয়ে আমাকে সম্পূর্ণ অবহিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এফবিআই দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা ঘটনাস্থলে রয়েছে। হোয়াইট হাউস এই ভয়াবহ পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাবে। ভুক্তভোগী সকলের পাশে থাকুন এবং আমাদের সঙ্গে প্রার্থনায় যোগ দিন।’

সূত্র: আল জাজিরা

Exit mobile version