Home আন্তর্জাতিক যুদ্ধে বন্ধ থাকা ৩২টি বিমানবন্দর খুলে দিলো ভারত

যুদ্ধে বন্ধ থাকা ৩২টি বিমানবন্দর খুলে দিলো ভারত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত ও সামরিক হামলার সময় শ্রীনগর, জম্মু, চন্ডীগড়-সহ উত্তর ও পশ্চিম ভারতের যে ৩২টি বিমানবন্দর গত কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল তা অবিলম্বে খুলে দিচ্ছে দেশটি।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সোমবার (১২ মে) এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরগুলোর মধ্যে শ্রীনগর, জম্মু, চন্ডীগড়, অমৃতসর, জয়সলমির, যোধপুর, জামনগর ভুজ-সহ বহু গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে।

সরকারের বিবৃতিতে বলা হয়, “যে ৩২টি বিমানবন্দরকে ১৫ই মে ০৫:২৯ ঘটিকা পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তা খুলে দেওয়া হচ্ছে।”

তবে বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে কথা বলে বা ওয়েবসাইটে তাদের আপডেট দেখেই বিমানবন্দরে যান।

কারণ বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version