Home বিনোদন রাখি সাওয়ান্তের এইডস! খবর পেয়ে হাসপাতালেই ভেঙে পড়লেন অভিনেত্রী

রাখি সাওয়ান্তের এইডস! খবর পেয়ে হাসপাতালেই ভেঙে পড়লেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : রাখি সাওয়ান্ত নাকি এইচআইভি-এ আক্রান্ত! হ্যাঁ, বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জরায়ুর টিউমারের অস্ত্রোপচার করতে গিয়েই নাকি রাখির এইচআইভি ধরা পড়েছে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও মন্তব্য পাওয়া যায়নি চিকিৎসকদের তরফ থেকে।

শুধু এই খবর নয়, সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানা থেকে নামিয়ে রাখিকে হাঁটানোর চেষ্টা করছেন নার্সরা।

কয়েকদিন আগে সংবাদমাধ্যমে রাখির প্রাক্তন স্বামী রীতেশ জানিয়ে ছিলেন, ‘বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। অনেকেই মনে করেছিলেন রাখি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসকদের কথায়, রাখির জরায়ুতে টিউমার হয়েছে। এমনকী, চিকিৎসকরা ক্যানসারের সম্ভাবনার কথাও বলেছেন। দয়া করে রাখির জন্য প্রার্থনা করুন।’ শোনা যাচ্ছে, সেই টিউমারের অস্ত্রোপচারের পরই রাখির এইচআইভি ধরা পড়ে।

অন্যদিকে, গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়।

 

Exit mobile version