বৈশাখের আগমণী

বৈশাখের আগমণে খুশির জোয়ার সবার প্রাণে
তবু দুঃখ জাগে মনে বর্ষবরণ প্রথম দিনে,
সব উত্সব বাতিল হলো কোভিডের কারণে
বৈশাখি মেলা বসবে নাকো কোনো খানে।

বৈশাখের ঐ রঙের ছোঁয়ায় মনটা আবার সাজাই
ভাই-বোন বন্ধু কেহ বলবে না চলরে মেলায় যাই।

বৈশাখের ঐ সাদা কালোয় আকাশ মাঝে নীল
বর্ষবরণ উত্সবে আনন্দ আর করবে না ঝিলমিল।

বৈশাখের ঐ দিনে রেশমী চুরি সবার হাতে মানায়
নারীরা আজ সাজবে না অপরুপা ফুলের গহনায়।

পরবে না ঐ শাড়ি বসবে না গানের আসর বৈশাখের ঐ সাঁঝে
যে শাড়িতে লাঙ্গল কাঁধে কৃষক হাঁটে শাড়ির ভাঁজে ভাঁজে।

স্বপ্ন মাঝে বৈশাখের ঐ মেলায় মরণ ঘুরে বেড়ায়
কালবৈশাখীর ঝড়ের বেগে মনটা সবার হারায়।

কোথায় এবার মেলা রেশমি চুরি কোথায় মুরকি-মিঠাই খই
নাগর দোলায় দুলবে কারা চড়কা খোঁজে সখিরা সব কই?

কালবৈশাখীর ঐ ঝড় হাওয়ায় দোলে এলো মেলো চুল
কঁচি আমের মুকুল গন্ধে আম্র কাননে সবে যে ব্যাকুল।

বছর ধরে অপেক্ষা করে বৈশাখ আসবে বলে
পাগলা হাওয়ায় মনটা উড়ে নয়ন ভাসে জলে।

বৈশাখ আসে বৈশাখ যায় হাসি-আনন্দের সীমা নাই
এবার বৈশাখে করোনা আক্রান্তে আপনজনদের হারাই।

বেঁচে যদি থাকি সবে বৈশাখের ঐ উত্সব আবার পাবো ফিরে,
দুঃখ-কষ্ট ভুলে নতুন করে স্বপ্ন দেখবো আবার বৈশাখ ঘিরে।

স্বাগতম মাহে রমজান

বছর ঘুড়ে এলো ফিরে
মোদের দ্বারে রমজান,
রাখবে রোজা পডবে নামাজ
ওহে মমিন মুসলমান।

এই রমজানে নাজিল হয়েছে
আল্লাহর আল কোরআন,
এই মাসে বেঁধে রেখেছে
যত ইবলিশ শয়তান।

তিরিশ রোজা তিরিশ তারাবি
আমল করা খুব জরুরি,
সেহরী খেয়ে রাখলে রোজা
লাগবে মজা ইফতারি।

বছর ঘুড়ে এলো আবার
রহমত, মাগফেরাতের ঐ মাস
পড়লে নামাজ রাখলে রোজা
হবে নাতো উপবাস।

নবীজির (সা:) সুন্নাহ পালন করলে
খতম করলে কোরআন,
হারাম হালাল বেঁছে খেলে
সঠিক রবে ঈমান।

গরীব-দুঃখীদের দিলে যাকাত
কমবে পাপের বোঝা,
আখেরাতের পথটি হবে সোজা
মাফ করবেন সাজা।
কানাডা