অনলাইন ডেস্ক : রাশিয়ার কামচাটকায় গত সপ্তাহের ভয়াবহ তুষারঝড়ের রেশ এখনো কাটেনি। রাশিয়ার এই উপদ্বীপটি বর্তমানে স্বাভাবিক জীবনে ফেরার জন্য রীতিমতো লড়াই করছে।
গত এক সপ্তাহে তুষার, বরফ আর ঝোড়ো বাতাসের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। বিশেষ করে কামচাটকার রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কির সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো চরম বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে সোমবার জরুরি বৈঠকে জানিয়েছেন গভর্নর ভ্লাদিমির সলোদভ। তিনি আগামী ২১ জানুয়ারির মধ্যে সব প্রধান সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময়সীমা বেঁধে দিয়েছেন।
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তুষারপাতের ভারে ছাদ থেকে পড়া বরফের নিচে চাপা পড়ে দুই বৃদ্ধের মৃত্যুর পর গত বৃহস্পতিবার শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এই মৃত্যুর ঘটনায় তুষার সরাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট আবাসন ব্যবস্থাপনা কোম্পানিগুলোকে দায়ী করেছেন শহরের মেয়র।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, কামচাটকায় জানুয়ারির শুরু থেকে যে পরিমাণ তুষারপাত হয়েছে, তা গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। রেকর্ড অনুযায়ী এর আগে সত্তর দশকের শুরুতে এমন আবহাওয়া দেখা গিয়েছিল। গত ডিসেম্বর মাসেই এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি তুষারপাত হয়েছিল এবং চলতি মাসের প্রথম ১৬ দিনেই তা স্বাভাবিক গড়ের চেয়ে ১৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। বর্তমানে শহরের অনেক এলাকায় বরফের উচ্চতা পাঁচ ফুটের বেশি এবং কোনো কোনো জায়গায় আট ফুটেরও বেশি তুষারস্তূপ জমে আছে।
বর্তমানে তুষারধসের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ ভেরা পোলিয়াকোভা। গভর্নর সলোদভ দ্রুত স্কুলগুলো খুলে দেওয়ার এবং খাদ্য ও জ্বালানি সরবরাহের গতিবিধি ম্যানুয়ালি পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বাড়ির ছাদ থেকে ঝুলে থাকা বড় বরফখণ্ডকে পথচারীদের জন্য মরণফাঁদ হয়ে উঠতে পারে বলে তিনি সতর্কবার্তা জারি করেছেন।
