স্পোর্টস ডেস্ক : বিশ্বজয়ের পর গত এপ্রিলে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে আসে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর থেকে এখনো পর্যন্ত এক নম্বর স্থান ধরে রেখেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। আজ ফিফা প্রকাশিত সবশেষ হালানাগাদকৃত ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী নিজেদের এক নম্বর স্থানে অবস্থান আরও মজবুত করেছে আলবিসেলেস্তেরা। এদিকে বাংলাদেশ আগের মতো ১৮৩ নম্বর স্থানে রয়েছে।

ফিফা প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী বেড়েছে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট। অন্যদিকে দুইয়ে থাকা ফ্রান্সের সঙ্গে ব্যবধান আরও বেড়েছে লিওনেল স্কালোনি শিষ্যদের। বর্তমানে ১৮৬১.২৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে মেসিরা। দ্বিতীয়তে থাকা ফ্রান্সের রেটিং পয়েন্ট ১৮৪৫.৪৪।

এদিকে শীর্ষে থাকা আর্জেন্টিনার উন্নতি হলেও অবনতি হয়েছে ব্রাজিলের। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ হেরে ব্রাজিল তিন থেকে নেমে গেছে পাঁচে। যেখানে তাদের রেটিং পয়েন্ট ১৭৮৪.০৯।

এদিকে একধাপ করে এগিয়ে তিন ও চারে ইংল্যান্ড ও বেলজিয়াম। সেরা দশে আর একটি পরিবর্তন। পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও এক ধাপ নেমে সাতে। তাদের জায়গা নিয়েছে নেদারল্যান্ডস। প্রথম ১০ দলের তালিকায় আগের মতো আট, নয় ও দশে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।