Home কানাডা খবর লেখক-গবেষক সুরজিৎ রায় মজুমদারের অনূদিত ‘কানাডার কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

লেখক-গবেষক সুরজিৎ রায় মজুমদারের অনূদিত ‘কানাডার কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

সুরজিৎ রায় মজুমদারের ’কানাডার কবিতা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয় গত ১৯ নভেম্বর, ২০২১ আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে। আয়োজন করে নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘রিভার বাংলা’।

বইয়ের উপর আলোচনা করেন লেখক-অনুবাদক ফারুক মঈনউদ্দীন, চলচ্চিত্রকার কাওসার চৌধুরী, কথাশিল্পী মনি হায়দার, কবি সৈকত হাবিব এবং রিভার অ্যান্ড ডেল্টা রিসার্স সেন্টার-এর চেয়ারম্যান এজাজ আহমেদ। সভাপতিত্ব করেন রিভার বাংলার কর্ণধার তরুণ সম্পাদক, গবেষক ও বহুমাত্রিক সংস্কৃতিকর্মী ফয়সাল আহমেদ।

মুখ্য আলোচকগণ অনুবাদক-গবেষক সুরজিতের অনুবাদ কাজটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ মিত্র দেশ কানাডার কাব্যসাহিত্যকে দেশে পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে এটি এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

উল্লেখ্য, কানাডার কবিদের ইংরেজি ভাষায় রচিত কবিতার একটি আনুপূর্বিক এবং প্রতিনিধিত্বমূলক সংকলনধর্মী অনুবাদের কাজ দুই বাংলা বা বিদেশ কোথাও এখনও হয়নি এবং সে দুর্ভাগ্যজনক শূন্যতা পূরণের এক ক্ষুদ্র প্রয়াস বর্তমান গ্রন্থটি।

কানাডার কনফেডারেশনের সূচনাকাল ১৮৬৭ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বহুল সংকলিত এবং পাঠকনন্দিত কবিদের উল্লেখ করার মতো কবিতাসমূহ নির্বাচন করে এই অনুবাদকর্মে সন্নিবেশ করা হয়েছে। শ্রেণি নির্বিশেষে পাঠক যেন ইংরেজিভাষী কানাডীয় কবিদের রচিত কবিতার পূর্বাপর পাঠের মধ্য দিয়ে কবিকে জানার পাশাপাশি কানাডীয় কাব্যসাহিত্যের ক্রমবিকাশের ধারা অনুধাবনের সূত্রটি খুঁজে পেতে পারেন, সে চেষ্টাই এ অনুবাদকর্মের প্রধান দিক। কানাডা নামক বিচিত্র বিশাল দেশটির আনুষ্ঠানিক শুরু থেকে বর্তমান পর্যন্ত সকল প্রদেশ, অঞ্চল, সাহিত্যেগোষ্ঠী এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের ইংরেজিভাষী কবি ও কবিতার একটা মোটামুটি চিত্র পাঠক পেতে পারেন, এবং কানাডার কবিতা সম্পর্কে ন্যূনতম ধারণা লাভের তুষ্টি পাঠক-মনে সঞ্চারিত হতে শুরু করে এমন একটা অতিভূত অভিপ্সা এই অনুবাদ সংকলনের প্রাথমিক প্রেষণা।

অনুষ্ঠানের এক উপভোগ্য আয়োজন ছিলো সংস্কৃতিকর্মী ও আবৃত্তিকার রফিক আহমেদ এবং কবি ঋতুশ্রী ঘোষের কণ্ঠে কানাডার কবিতা আবৃত্তি। আর শুরুতে ছিলো শিল্পী প্রমিলা বিশ্বাসের একক রবীন্দ্র সংগীত। সঞ্চালকের দায়িত্বে ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্নয়ন ও প্রকাশনা ব্যবস্থাপক এবং লেখক-গবেষক সত্যজিৎ রায় মজুমদার।

Exit mobile version