Home আন্তর্জাতিক ল্যারি কিং আর নেই

ল্যারি কিং আর নেই

অনলাইন ডেস্ক : চলে গেলেন ল্যারি কিং। খ্যাতনামা এই টিভি ব্যক্তিত্ব ৮৭ বছর বয়সে শনিবার মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ইউএস টুডের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

এদিকে, সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ল্যারি কিংয়ের ছেলে চান্স মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে তার বাবা মারা গেছেন। ল্যারি কিংয়ের ফেসবুক পেজে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। কিং পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, জানুয়ারির গোড়ার দিকে সিডারস-সিনাইয়ে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিং। তবে প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে জানানো হয়নি।

ল্যারি কিং ২৫ বছর সিএনএনে ‘ল্যারি কিং লাইভ’ টক শোটি চালিয়ে এসেছিলেন। ৬৩ বছরের পেশাগত জীবনে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে হাজার হাজার সাক্ষাত্কার তিনি নিয়েছিলেন। সেলেব্রিটিদের নিয়ে আলোচনা করতে করতে একপর্যায়ে ল্যারি কিং নিজেই সেলেব্রিটি হয়ে ওঠেন।

সূত্র: সিএনএন, ইউএস টুডে।

Exit mobile version