Home কানাডা খবর শন দে’র ইফতার মাহফিল

শন দে’র ইফতার মাহফিল

গত ২৩ এপ্রিল শনিবার ইয়র্ক হোম ডেভলপমেন্ট ইঙ্ক এর কর্ণধার শন দে এর আয়োজনে তাঁর ড্যানফোর্থ অ্যান্ড বার্চমাউন্টস্থ কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষ উক্ত ইফাতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইয়র্ক হোম ডেভলপমেন্ট ইঙ্ক এর কর্ণধার শন দে উপস্থিত সবাইকে মাহফিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Exit mobile version