মুরশাদ সুবহানী

‘শব্দ এক পুরুষ পাখি’
পরিত্যক্ত হৃদি মাঝে কখনও কখনও তার ডাক শুনি।
পড়ন্ত রক্তে স্পন্দনে স্রোত জেগে উঠে।
মনে হয় সব কিছু ভুলে ফিরে যাই শব্দের কাছে।
কি যাদু জানে এই পুরুষ পাখি? আবার ডাকে?
দিনের আলো চলে গেলে, রাতে পুরুষ পাখির ডাক
পরিত্যক্ত হৃদি মাঝে ফের বিশ্বাস জাগিয়ে তোলে।
ফ্লোরিডা, ইউএস প্রবাসী