স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে দুর্দান্ত এক সিরিজ খেলে গেল ওয়েস্ট ইন্ডিজ। যদিও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা।

তবে টেস্ট সিরিজে খর্বশক্তির উইন্ডিজ দলই বাংলাদেশকে নাস্তানাবুদ করে ছাড়ে। বাংলাদেশের বোলারদের তুলোধোনা করে বিশ্বরেকর্ড গড়েন কাইল মেয়ার্স। ২-০ তে জিতে নেয় টেস্ট সিরিজ।

ক্রিকেটপ্রেমীরা উৎসুক ছিলেন, শ্রীলংকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে স্কোয়াড অপরিবর্তণীয় থাকবে কি না। নাকি করোনার অযুহাতে বাংলাদেশ সফর থেকে মুখ ফিরিয়ে নেওয়া প্রথম সারির তারকারা ফের স্কোয়াডে যুক্ত হতে যাচ্ছেন।

শেষপর্যন্ত দ্বিতীয়টিই ঘটল। বাংলাদেশ অধ্যায় শেষ করে শ্রীলঙ্কা সিরিজের জন্য পূর্ণ শক্তির দল গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফিরেছেন জেসন হোল্ডার, শাই হোপ, পোলার্ডের মতো তারকারা।

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডের নেতৃত্ব দেবেন কাইরন পোলার্ড। দুই বছর পর জাতীয় দলে ফিরছেন ক্যারিবীয় জায়ান্ট ক্রিস গেইল। সহ–অধিনায়ক হিসেবে স্কোয়াডে থাকছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান।

প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন অফ স্পিনার কেভিন সিনক্লেয়ার। এছাড়া টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ঠাঁই পেলেন স্পিনার আকিল হোসেন।

পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণার কারণ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শিরোপা ধরে রাখার লড়াইয়ে আমরা সবচেয়ে শক্তিশালী দল নির্বাচন করার চেষ্টা করছি। সম্প্রতি কিছু টুর্নামেন্টে ক্রিস গেইল দুর্দান্ত খেলেছেন, তাকে রাখা হয়েছে। বোলিংয়ের শক্তি বাড়াতে ফিদেল এডওয়ার্ডসকে নেওয়া হয়েছে।’